সেফটিপিনে রক্তাক্ত আঙুল

by Nuruzzaman Labu

যেন
একটা ব্যক্তিগত সমুদ্র নিয়ে
আমি বসে আছি
গহীন এক মরুদ্যানে,
চারিদিকে প্রচন্ড ধূলিধূসরিত ঝর
যেন আমি অপেক্ষা করছি
অসংখ্য ঢেউয়ের।
যেন
তরঙ্গরাশি এসে
আমাকে ভাসায়ে
নিয়ে যাবে
কোনও এক
শনিবারের বিকেলে।

তারপর সপ্তাহজুড়ে
আমি ঢেউয়ের তালে তালে
দুলবো,
কিংবা
ঝুলতেও পারি
একটা অশ্বথের ডালে
খুলতেও পারি
বহুদিন না খোলা
একটা সেফটিপিন,
যা জড়ায়ে আছে
কোনও এক সুহাসিনীর
বক্ষবন্ধনীতে
অনাদিকাল ধরে।

কিংবা
এমন কি হতে পারে?
যেমন
প্রতিটি ধূলিকণার
নিদারুণ ছুটে চলা
কিংবা
বহুদিন না বলা
গল্প শুনে যাবো,
তাহাদের ভিড়ে
হারায়ে যাবো
ধূলিকণা হয়ে
অথবা
আটকায়ে যাবো
মায়াজালে
তারপর আমাকেই
আবার কি
খুঁজিয়া পাবো
সেফটিপিনের আড়ালে?

নাকি পাবো না
পেলেও আর
হারাবো না নিজেকে,
দাঁড়াবো না
সেফটিপিনে রক্তাক্ত
আঙ্গুল
নিয়ে ফিরে ফিরে
আসবো
আর
ব্যক্তিগত সমুদ্রের
অতলে
ডুবে ডুবে যাবো?

[সেফটিপিনে রক্তাক্ত আঙুল]

নুরুজ্জামান লাবু
পান্থপথ, ঢাকা
০১.০৫.১৯

Related Articles

Leave a Comment