সড়কে তল্লাশির সময় একজন সাংবাদিকের ছবি তোলা কি অপরাধ?
তা না হলে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হলো কেন? কেন তার তোলা ছবি ডিলিট করতে বাধ্য করা হলো? সড়কে তল্লাশি নিশ্চয়ই কোনও আভিযানিক গোপনীয়তার মধ্যে পড়ে না। এইটা একটা ওপেন কার্যক্রম।
এবং মূলধারার সাংবাদিক ছাড়াও নাগরিক সাংবাদিকরাও এই ছবি তুলতে পারেন, তাদের কার্যক্রমে বাধাগ্রস্ত না করে। তারপরেও ’কতিপয়’ পুলিশ সদস্যের এমন আচরণ আমাকে খুব বিস্মিত করে। এবং অকারণে এরাই পুলিশের কর্মকান্ড বা সুনামকে প্রশ্নবিদ্ধ করে। এতে উল্টো পুলিশের প্রতিই সাধারণ মানুষের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়।
অথচ পুলিশে এত এত ভালো মানুষকে আমি চিনি, যারা শুধু বন্ধুত্বপূর্ণই না, অসাধারণ হৃদয়ের অধিকারীও। তাহলে একজন-দুজনের জন্য এইরকম নেগেটিভ ইম্প্যাক্টটা হবে কেন?
আজকের পত্রিকার ক্রাইম রিপোর্টার Kazi Faysal পেশাগত কাজ করতে গিয়ে গুলশান এলাকায় পুলিশ সদস্যের দ্বারা হেনস্তার শিকার। আশাকরি উর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।