শ্রীলঙ্কার ভয়াবহ হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে যারা সুইসাইডাল হয়েছে, তাদের সঙ্গে কয়েকটি শিশুও মারা গেছে।
জঙ্গিরা তাদের নিরপরাধ সন্তানদের সঙ্গে নিয়ে সুইসাইডাল হয়েছে। জঙ্গিদের নিজেদের করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশুকে কোলে নিয়ে এক ব্যক্তি আরবী ও সিংহলী ভাষায় তাদের পরিকল্পনার কথা বলছেন। হাতে আগ্নেয়াস্ত্র। পাশে আরেকজন যার কোমরে সুইসাইডাল ভেস্ট। হাতের আঙুল মনে হলো আগে কখনো বোমা তৈরি করতে গিয়ে উড়ে গেছে।
আরেক বৃদ্ধকে দেখা গেল। মনে হলো তিনি কিছুটা ভীত, জোর করে সাহসী কিছু বলার চেষ্টা করেছেন।
বাংলাদেশেও বিভিন্ন সময়ে শিশু সন্তানসহ সুইসাইডাল ভেস্ট বিস্ফোরন ঘটিয়েছে জঙ্গিরা।
আমার প্রশ্ন হলো অবুঝ শিশুদের সঙ্গে নিয়ে মরতে যায় কেন? ভ্রান্ত ধারনা নিয়ে তোরা নিজেরা মরবি মর, কিন্তু শিশুরা কেন? ভিডিওতে দেখলাম আরো একাধিক শিশু কাঁদছে, আহা।
কতটা লোভ, বেহেশতে যাবার লোভ তাদের গ্রাস করে যে নিজেরা আত্মঘাতি হচ্ছেই, শিশুদেরও হত্যা করছে। সিরিজ হামলাতেও ওরা হত্যা করেছে কয়েক ডজন শিশুকে।
বাইরের কিংবা নিজেদের, সে যাই হোক না কেন শিশুদের হত্যা করে কোন জান্নাতে যেতে চায় ওরা?
ওদের জ্ঞান দাও প্রভু, তবে ওদের ক্ষমা করো না।
জঙ্গিবাদ নিপাত যাক।