পুলিশের তো কতশত নেতিবাচক খবর লিখি। নানা সময়ে নানারকম বিরুপ আচরণের মুখোমুখিও হই। কিন্তু আবার অসংখ্য ভালো পুলিশ কর্মকর্তাকেও আমি চিনি। যাদের স্নেহ, ভালোবাসা, বন্ধুবৎসল আচরণ আমাকে মুগ্ধও করে। এজন্যই আমি ভীষণ আশাবাদি। আমি জানি ধীরে ধীরে পরিবর্তন একদিন হবেই।
এই যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) যে কথা লিখেছে তাদের প্ল্যাকার্ড-ফেস্টুনে, সচেতনতার জন্য, এটাই আশাজাগানিয়া।
হ্যাঁ, নুসরাতের বেলায় স্থানীয় পুলিশ যদি আরেকটু গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বটা পালন করতো, তাহলে হয়তো নুসরাতের এই পরিণতি হতো না। কিন্তু এই যে পুলিশ যে চাইছে আর কোনও নুসরাতকে যেন এরকম ভিকটিম হতে না হয়, এভাবেই একদিন পরিবর্তন আসবে।
তবে এও ঠিক যে, এসব গুরুত্ব ও নিষ্ঠাহীনতার পেছনে যে রাজনৈতিক প্রভাব রয়েছে, তা ভাঙতে হবে। কারণ একমাত্র রাজনীতিই পারে সবকিছু ঠিক করতে। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নিয়ে আমি কিছুটা হতাশ।
ধন্যবাদ সিএমপি। সকলের শুভবুদ্ধির উদয় হোক।
ছবি: ইন্টারনেট